
Trust & Safety
ফোন হারিয়ে ফেলেছেন? আপনার সেভিংস কীভাবে বাঁচাবেন, জেনে নিন
PhonePe Regional|4 min read|03 July, 2025
রাত 11টা বাজে। আপনার বন্ধু সবে আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে গেল আর দরজা খুলতে খুলতে আপনি বুঝতে পারলেন যে আপনার পকেটে আপনার ফোনটা নেই! বুকের ভেতর ধড়াস করে উঠলো।
দুশ্চিন্তার মধ্যে আপনি মনেই করতে পারছেন না যে ফোনটা কোথায় ফেলে এসেছেন। ওটা সিনেমা হলে ফেলে আসতে পারেন। কিংবা হতে পারে কেনাকাটার সময় কোথাও পড়ে গেছে। অথবা কেউ চুরি করেছে!
ফোনে যা যা ডেটা আছে, আপনি শুধু সেগুলোর কথাই ভাবতে থাকেন – যে পেমেন্ট আর ব্যাঙ্কিং অ্যাপগুলোয় লগ ইন করা আছে আর নোটস অ্যাপে সম্ভবত আপনার পাসওয়ার্ডগুলো আছে।
দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক। আপনার সেভিংস বাঁচানোর জন্য আগামী কয়েক মিনিট খুব গুরুত্বপূর্ণ।
মোবাইল চুরির বিষয়ে বাস্তব
আপনার স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয় – এটি আপনার ওয়ালেট, আপনার ব্যাঙ্ক এবং আপনার পরিচয়। আর চোরেরা এটা জানে। তারা কেবল দ্রুত কিছু টাকার জন্য আপনার ফোন চুরি করার চেষ্টা করছে না, বরং তারা জানে যে একবার এটি আনলক করলে, তারা আরও অনেক কিছুতে অ্যাক্সেস পাবে।
এই ব্লগে ডিভাইস চুরির পর কীভাবে আর্থিক জালিয়াতি ঘটে—এবং আপনি কীভাবে সেগুলি প্রতিরোধ করতে পারেন, তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে।
ডিভাইস চুরির পরে আর্থিক জালিয়াতি কীভাবে হয়
ডিভাইস চুরির পর আর্থিক জালিয়াতি প্রায়শই আধুনিক ডিজিটাল ইকোসিস্টেমের দুর্বলতাগুলিকে কাজে লাগায়। প্রতারকরা যে সংবেদনশীল বিষয়গুলির সুযোগ নেয়, সেগুলির মধ্যে কয়েকটি এখানে দেওয়া হল:
- অটোমেটিক পদ্ধতিতে লগ ইন করা পেমেন্ট অ্যাপ, যেমন UPI, ডিজিটাল ওয়ালেট বা ব্যাঙ্কিং অ্যাপগুলি চোরদের পুনঃপ্রমাণীকরণ ছাড়াই লেনদেন শুরু করার সুযোগ দেয়, বিশেষ করে যদি ডিভাইসে কঠিন স্ক্রিন লক বা বায়োমেট্রিক বা পিন-ভিত্তিক সুরক্ষার মতো অ্যাপ-নির্দিষ্ট সুরক্ষার অভাব থাকে।
- ব্রাউজারে বা অ্যাপে সেভ থাকা কার্ডের বিবরণ প্রমাণীকরণ ছাড়া কেনাকাটা আরও সহজ করে তোলে, কারণ বেশি কিছু না করেই চোরেরা স্টোর করা পেমেন্টের তথ্য অ্যাক্সেস করতে পারে।
- সহজ স্ক্রিন লক বা তা না থাকার ফলে ডিভাইস অ্যাক্সেস করা সহজ হয়ে যায় এবং বিভিন্ন অ্যাপে নির্দিষ্ট নিরাপত্তার অভাবে সংবেদনশীল অ্যাপগুলি খুলে যায়।
- এছাড়া, চোরেরা টেলিকম পরিষেবা প্রদানকারীদের প্রতারিত ব্যক্তির ফোন নম্বরটি একটি নতুন সিমে ট্রান্সফার করতে রাজি করিয়ে সিম সোয়াপ আক্রমণ করতে পারে, যার ফলে লেনদেনের ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত এককালীন পাসওয়ার্ড (OTP) আটকে যায়। এই ধরনের জালিয়াতি সম্পর্কে আরও জানতে, এই ব্লগটি পড়ুন।
- ফিশিং আক্রমণ আরেকটি সাধারণ কৌশল, যেখানে প্রতারকরা চুরি করা ডিভাইসটি ব্যবহার করে প্রতারিত ব্যক্তির কন্ট্যাক্ট বা ইমেল অ্যাক্সেস করে, তাদের ছদ্মবেশে অন্যদের সংবেদনশীল তথ্য বা ফান্ড পাঠাতে বলে প্রতারণা করে। ফিশিং সম্পর্কে আরও জানতে, এই ব্লগটি পড়তে পারেন।
এই পদ্ধতিগুলি টেকনিক্যাল ও মানবিক উভয় দুর্বলতাকেই কাজে লাগায়, যার ফলে ডিভাইস চুরি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সূচনা হয়ে ওঠে।
মোবাইল চুরির ফলে হওয়া ক্ষতি থেকে বাঁচার উপায়গুলি জানা প্রয়োজন কেন
ভারতে, ডিভাইস চুরির পর আর্থিক জালিয়াতির ঘটনা প্রায়শই সহজ স্ক্রিন লক বা নজরদারিহীন অ্যাকাউন্টের মতো সাধারণ বিষয়গুলি এড়িয়ে যাওয়ার ফলে বেড়েছে। মোবাইল চুরির ফলে হওয়া ক্ষতি থেকে বাঁচার উপায়গুলি জানা ও বাস্তবায়ন করা ইউজারদের তাদের ডিভাইসগুলি সুরক্ষিত করতে, আর্থিক ঝুঁকি হ্রাস করতে এবং ক্ষতি রোধে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করে, তাদের ডিজিটাল ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করে।
আপনার ডিভাইস কীভাবে সুরক্ষিত রাখবেন
ডিভাইস চুরির পর আপনার আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে, আগে থেকে এই পদক্ষেপগুলি গ্রহণ করুন:
- কঠিন লক দিয়ে আপনার ডিভাইস সুরক্ষিত রাখুন: জটিল পাসওয়ার্ড, বায়োমেট্রিক অথেন্টিকেশন (ফিঙ্গারপ্রিন্ট বা ফেশিয়াল শনাক্তকরণ) ব্যবহার করুন এবং ডিভাইস নিষ্ক্রিয় থাকলে সেটি সুরক্ষিত রাখতে অটো-লক সক্রিয় করুন। “1234”-এর মতো অনুমানযোগ্য পিন এড়িয়ে চলুন।
- অ্যাপে লক সেট-আপ করুন: ডিভাইসটি আনলক থাকাকালীন অ্যাপগুলিকে সুরক্ষিত রাখতে ব্যাঙ্কিং ও পেমেন্ট অ্যাপের (যেমন, PhonePe-এর প্রোফাইল > Security/নিরাপত্তা > বায়োমেট্রিক ও স্ক্রিন লক) মধ্যে অতিরিক্ত পিন বা বায়োমেট্রিক সক্রিয় করুন।
- সংবেদনশীল তথ্য অটো-সেভ হওয়ার সুবিধা নিষ্ক্রিয় করুন: এনক্রিপশন ছাড়া ব্রাউজার বা অ্যাপে কার্ডের বিবরণ বা UPI আইডি স্টোর করবেন না। নিরাপদ স্টোরেজের জন্য বিশ্বস্ত পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
- রিমোট ট্র্যাকিং ও ডেটা ওয়াইপিং সক্রিয় করুন: আপনার ডিভাইস ট্র্যাক, লক ও মুছে ফেলতে “Find My Device” (অ্যান্ড্রয়েড) বা “Find My iPhone” (iOS) সক্রিয় করুন।
- সফ্টওয়্যার আপডেট করে রাখুন: দুর্বল নিরাপত্তা ঠিক করতে আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম ও অ্যাপগুলি নিয়মিত আপডেট করুন।
- ডিভাইস হারালে অবিলম্বে রিপোর্ট করুন: আপনার সিম কার্ড ব্লক করার জন্য আপনার টেলিকম সুবিধা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন এবং সব অ্যাকাউন্ট স্থগিত করার জন্য ব্যাঙ্ক বা ওয়ালেটের সুবিধা প্রদানকারীকে জানান।
- ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খেয়াল রাখুন: লেনদেনের জন্য SMS/ইমেল অ্যালার্ট সেট আপ করুন এবং প্রতিদিন অ্যাকাউন্ট চেক করুন। অননুমোদিত লেনদেনের বিষয়ে অবিলম্বে রিপোর্ট করুন।
- ডিভাইস বাইন্ডিং সুবিধাগুলি ব্যবহার করুন: নিশ্চিত করুন যে UPI অ্যাপগুলি (যেমন, PhonePe, Google Pay) ডিভাইস-বাউন্ড, এমন কি সিম অদল-বদল করা হলেও যেন রি-ভেরিফিকেশন প্রয়োজন হয়।
আপনার PhonePe অ্যাকাউন্ট কীভাবে ব্লক করবেন এবং পরে আবার অ্যাক্সেস ফিরে পাবেন
যদি আপনার ডিভাইস চুরি হয়ে যায়, তাহলে অননুমোদিত অ্যাক্সেস রোধ করতে অবিলম্বে আপনার PhonePe অ্যাকাউন্ট ব্লক করুন:
- অ্যাকাউন্ট ব্লক করুন:
- গ্রাহক পরিষেবার মাধ্যমে: চুরির বিষয়টি জানাতে এবং অ্যাকাউন্ট খারিজের অনুরোধ করতে 80-68727374 বা 022-68727374 নম্বরে PhonePe সাপোর্টে কল করুন।
- ওয়েবফর্মের মাধ্যমে: সমস্যাটি বিস্তারিতভাবে উল্লেখ করে PhonePe সাপোর্ট ফর্মের মাধ্যমে একটি টিকিট জমা দিন।
- সোশ্যাল মিডিয়ার মাধ্যমে: ঘটনাটি জানাতে Twitter-এ @PhonePeSupport অথবা Facebook-এ OfficialPhonePe-তে যোগাযোগ করুন।
- সাইবার ক্রাইম সেলের মাধ্যমে: জালিয়াতি হয়েছে বলে সন্দেহ হলে cybercrime.gov.in অ্যাড্রেসে অভিযোগ ফাইল করুন অথবা 1930 নম্বরে কল করুন।
- অ্যাক্সেস ফিরে পান:
- PhonePe সাপোর্টে যোগাযোগ করুন: আপনার কাছে একটি নতুন ডিভাইস বা সিম থাকলে, আপনার পরিচয় ভেরিফাই করার জন্য (যেমন, রেজিস্টার করা মোবাইল নম্বর, ইমেল বা KYC-র বিবরণ) কল করুন বা ওয়েবফর্মটি ব্যবহার করুন।
- অ্যাকাউন্ট আবার ভেরিফাই করুন: আপনার অ্যাকাউন্টটি নতুন ডিভাইসের সঙ্গে আবার লিঙ্ক করার জন্য PhonePe-এর নির্দেশাবলী অনুসরণ করুন, যার জন্য OTP ভেরিফিকেশন বা আবার KYC জমা দেওয়ার প্রয়োজন হতে পারে।
- লেনদেন চেক করুন: অ্যাক্সেস ফিরে পাওয়ার পর, PhonePe অ্যাপে (Help/সহায়তা > Transaction History/অতীত লেনদেন) আপনার পুরানো লেনদেন রিভিউ করুন এবং Help/সহায়তা > Have an issue with the transaction/লেনদেনে কোনও সমস্যা আছে-এর মাধ্যমে যে কোনও অননুমোদিত ক্রিয়াকলাপ রিপোর্ট করুন।
- গ্রিভেন্স রিড্রেসাল: সমস্যাগুলি থেকে গেলে সমস্যাটি উচ্চস্তরে জানাতে আপনার টিকিট আইডি সহ grievance.phonepe.com-এ লগ ইন করুন।

অতিরিক্ত সমাধান
- অন্যান্য ধরনের জালিয়াতি এবং সেগুলি থেকে কীভাবে সুরক্ষিত থাকবেন সে সম্পর্কে জানুন: এখানে পড়ুন।
- দেখুন, আমাদের হেড অফ ট্রাস্ট অ্যান্ড সেফ্টি, কীভাবে জালিয়াতি হয় এবং আমাদের গ্রাহকদের সুরক্ষার জন্য আমরা কী কী ব্যবস্থা নিই, তা ব্যাখ্যা করেছেন: এখানে দেখুন।
দেখুনআ পনি যদি এই স্ক্যামের শিকার হন, তাহলে কীভাবে রিপোর্ট করবেন
যদি আপনি PhonePe-তে কোনও প্রতারকের দ্বারা প্রতারিত হন, তাহলে আপনি সঙ্গে সঙ্গে নিচে লেখা উপায়গুলির মাধ্যমে সমস্যাটি জানাতে পারেন:
- PhonePe অ্যাপ: Help/সহায়তা বিভাগে যান এবং “লেনদেন বিষয়ক কোনও সমস্যা“ নামক বিকল্পের অধীনে সমস্যাটি জানান।
- PhonePe গ্রাহক সহায়তা নম্বর: আপনি একটি সমস্যা জানাতে PhonePe গ্রাহক সহায়তায় 80–68727374 / 022–68727374 নম্বরে কল করতে পারেন, যার পরে গ্রাহক সহায়তা প্রতিনিধি একটি টিকিট তৈরি করবেন এবং আপনার সমস্যা সমাধানে সহায়তা করবেন।
- ওয়েবফর্ম জমা দেওয়া: আপনি PhonePe এর ওয়েবফর্ম, https://support.phonepe.com/ ব্যবহার করেও একটি টিকিট সংগ্রহ করতে পারেন
- সোশ্যাল মিডিয়া: আপনি PhonePe এর স্যোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রতারণামূলক ঘটনাগুলির বিষয়ে অভিযোগ জানাতে পারেন.
- Twitter— https://twitter.com/PhonePeSupport
- Facebook— https://www.facebook.com/OfficialPhonePe
- অভিযোগ: কোনও চালু অভিযোগের বিষয়ে রিপোর্ট করতে, আপনি https://grievance.phonepe.com/ তে লগইন করতে পারেন এবং আগে থেকে সংগ্রহ করা টিকিট আইডি টি শেয়ার করতে পারেন।
- সাইবার সেল: সবশেষে, আপনি নিকটবর্তী সাইবার ক্রাইম সেলে প্রতারণার অভিযোগ জানাতে পারেন অথবা https://www.cybercrime.gov.in/ এ অনলাইনে অভিযোগ রেজিস্টার করতে পারেন অথবা সাইবার ক্রাইম সেল হেল্পলাইনে 1930 নম্বরে যোগাযোগ করতে পারেন।
গুরুত্বপূর্ণ রিমাইন্ডার — PhonePe কখনওই গোপনীয় বা ব্যক্তিগত বিবরণ জিজ্ঞাসা করে না। PhonePe থেকে আসা হিসেবে ক্লেম করা সব ইমেল এড়িয়ে যান, যদি সেগুলি phonepe.com ডোমেন থেকে করা না হয়। আপনি যদি প্রতারণার সন্দেহ করেন, অনুগ্রহ করে অবিলম্বে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।