English | हिंदी | ಕನ್ನಡ | తెలుగు | தமிழ் | മലയാളം | ગુજરાતી | मराठी | অসমীয়া | ଓଡ଼ିଆ

    PhonePe-তে আধার e-KYC-র শর্তাবলী

    আপনার আধার নম্বর/VID ও আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে যে OTP পাঠানো হয়েছে তা প্রদান করে আপনি নিম্নলিখিত নিয়ম ও শর্তাবলী অনুযায়ী আমাদেরকে আপনার আধারের তথ্য ব্যবহার করে আপনার e-KYC বানানোর অনুমতি দিচ্ছেন:

  • আপনি PhonePe ওয়ালেট আপগ্রেডের উদ্দেশ্যে e-KYC প্রমাণীকরণের জন্য UIDAI-তে জমা দেওয়ার জন্য আপনার আধার নম্বর/VID ব্যবহার করার জন্য PhonePe-কে অনুমোদন দেন।
  • আপনি বুঝতে পারছেন যে প্রমাণীকরণ সফল হলে UIDAI আপনার মাস্কড আধার, জনসংখ্যা-বিষয়ক তথ্য, পরিচয়ের সমস্ত তথ্য ও আধারে রেজিস্টার্ড মোবাইল নম্বর PhonePe-এর সাথে শেয়ার করবে (সামগ্রিকভাবে বললে “তথ্য”)।
  • PhonePe যেই তথ্য পাবে তা শুধুমাত্র আপনাকে সফলভাবে অনবোর্ড করার জন্য ভেরিফিকেশনের কাজে ব্যবহার করবে।
  • আধার e-KYC প্রক্রিয়ার অংশ হিসাবে সংগ্রহ করা আপনার e-KYC তথ্য সংরক্ষণ করার জন্য আপনি যে কোনও সময় আমাদের দেওয়া সম্মতি প্রত্যাহার করতে পারেন। আপনার সম্মতি প্রত্যাহার করতে, অনুগ্রহ করে অ্যাপে উপলভ্য সহায়তা দলের সাথে যোগাযোগ করতে পারেন বা https://support.phonepe.com-তে একটি অনুরোধ জানান।.
  • আধার জমা দেওয়া স্বেচ্ছাকৃত এবং আপনি আপগ্রেড না করেই নিম্ন সীমা সহ PhonePe ওয়ালেট ব্যবহার চালিয়ে যাওয়ার বিকল্প বেছে নিতে পারেন
  • আপনার প্রদান করা কোনও তথ্য যদি ভুল বেরোয়, বা তাতে যদি কোনও কিছু যথাযথ ভাবে না থাকে তাহলে আপনি PhonePe বা তার কোনও আধিকারিককে তার জন্য দায়ী করবেন না।
  • অভিযোগ সংক্রান্ত কোনও সাহায্য বা প্রতিকারের জন্য আপনি অ্যাপের মধ্যে সাপোর্ট পরিষেবার মাধ্যমে, https://support.phonepe.com ইমেল আইডিতে আমাদের ইমেল করে, অথবা আমাদের আভ্যন্তরীন সাপোর্ট টিমকে 080-68727374 / 022-68727374 নম্বরে ফোন করে কাস্টোমার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারেন।
    নিয়ম ও শর্তাবলী | গোপনীয়তা নীতি | অভিযোগ নীতি